সম্পর্কের সংকট নিয়ে ‘অপরেরা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহড়াকক্ষের ভেতরে ঢুকেই খটকা লাগে। ইউরোপীয় তিন ধ্রুপদি নাট্যকারের নাটক। মঞ্চসজ্জা নিরাভরণ, যেন দেশীয় রীতি। চারদিকে দর্শক বসার স্থান। মাঝখানে অভিনয়। ইউরোপের পাণ্ডুলিপি আর দেশীয় উপস্থাপনার মিশেল নাকি?

নাবিকরূপী একজন ঢুকে পড়ে মঞ্চে। মাথায় তার সাদা হ্যাট। কোমরে পিস্তল গোঁজা। এসেই গানের সুরে বলে, ‘আমি তোমাকে নিতে এসেছি। তুমি কি প্রস্তুত?’ মঞ্চে তখন এক যুগল। এলিডা ও ওয়াঙ্গেল। ওয়াঙ্গেল ভালোবাসে এলিডাকে। ওয়াঙ্গেল নাবিককে বলে, ‘এলিডা যাওয়ার জন্য প্রস্তুত নয়। সে যাবে না।’ নাবিক তাকে নেবেই। কারণ সে যে এলিডার সাবেক প্রেমিক। এখন সিদ্ধান্ত নেওয়ার ভার এলিডার ওপর। কী করবে এলিডা? বুঝতে পারি এই নাবিক আর কেউ নয়, ফ্রিম্যান। এটি হেনরিক ইবসেনের ‘দ্য লেডি ফ্রম দ্য সি’ নাটকের অংশ।