সম্পদের তথ্য জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প

সিল্কসিটি নিউজ ডেস্ক :
পাশাপাশি ট্রাম্প অর্গানাইজেশনের কার্যক্রমের ওপর নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন রায়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠান তাদের সম্পদের অতি মূল্যায়নের মাধ্যমে ব্যাংক, ইনস্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। সম্পদের মূল্য বেশি দেখিয়ে ট্রাম্প ও তার প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তি করেছেন এবং ঋণ নিয়েছেন।

নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল হওয়ার ফলে নিউইয়র্কে তার পক্ষে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে উঠবে।

২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন লেটিয়া জেমস। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ‘ট্রাম্প অর্গানাইজেশনের’ সম্পদের ব্যাপারে কয়েক বিলিয়ন ডলারের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়। এই মামলায় ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প ও এরিক ট্রাম্প এবং ট্রাম্প অর্গানাইজেশনের দুই নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গ এবং জেফরি ম্যাককনিকেও আসামি করা হয়েছে।

এই রায়ের পর এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ট্রাম্পের প্রতিষ্ঠান। যদিও ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই এই মামলার বিষয়ে বলে আসছেন, সম্পদের অতি মূল্যায়ন নিয়ে তিনি কোনো ভুল করেননি।