শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সব ধরনের ক্রিকেট ছাড়লেন ওঝা

Paris
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সব ধরনের ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা।

শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে অবসরের ঘোষণা দেন এই ভারতীয় স্পিনার।

টুইটে ওঝা লেখেন, ‘এখনই সময় জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার। আমার ক্রিকেটীয় জীবনের প্রতিটি মুহূর্তে আপনাদের ভালোবাসা ও সমর্থন হৃদয়ে গেঁথে থাকবে এবং আমাকে জীবনের পরবর্তী অধ্যায়ের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ঘটে প্রজ্ঞান ওঝার। একই বছরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে তারা।

টি-টোয়েন্টি অভিষেকে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

এর এক বছর পর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।

অভিষেকে বেশ জ্বলে উঠলেও টিম ইন্ডিয়ার জার্সিতে বেশি একটা ম্যাচ খেলা হয়নি ওঝার। মাত্র ১৮ ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার। ২৪ টেস্ট খেলে ১১৩ উইকেট শিকার করেছেন।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার পর তাকে আর সাদা জার্সিতে দেখা যায়নি। শেষ টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন উড়িষ্যায় জন্ম নেয়া এ স্পিনার।

সর্বশেষ - খেলা