সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে নওশের

মানুষের দোয়া ও চেষ্টাকে ব্যর্থ করে চলে গেলেন নওশেরুজ্জামান। ইবনে সিনা হাসপাতালে এক সপ্তাহেরও বেশি লাইফ সাপোর্টে থাকলেও স্বাধীনবাংলা দলের এই ফুটবলারের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত অক্সিজেন স্যাচুরেশন শুন্যতে নেমে এলে আজ সোমবার রাত সাড়ে ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়েও তার অবস্থা কোনো উন্নতি হচ্ছিল না। শেষে ইবনে সিনায় স্থানান্তর করে মোহামেডানের এই তারকাকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরিবারের সঙ্গে যোগ হয় প্রধানমন্ত্রীর আন্তরিক চেষ্টা। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তাঁকে সুস্থ করার নির্দেশনা ছিল।

কিন্তু চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে ৭২ বছর বয়সী ফুটবলযোদ্ধা ইহলোকের পাঠ চুকিয়ে ফেলেন। এদিকে তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরেক হাসপাতালে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকায় নামাজে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে।

 

সূত্রঃ কালের কণ্ঠ