সব কৃতিত্ব স্ত্রীকে দিলেন ওয়ার্নার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ফিরেই স্বরূপে রয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন অনবদ্য সেঞ্চুরি। এর কৃতিত্ব স্ত্রী ক্যান্ডিসকে দিলেন বিস্ফোরক অজি ওপেনার।

বুধবার টনটনে ১১১ বলে ১১ চার ও ১ ছ্ক্কায় ১০৭ রানের অনন্যাসাধারণ ইনিংস খেলেন ওয়ার্নার। তাতে পাকিস্তানের বিপক্ষে ৪১ রানের দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া। দলের জয়ে অবদান রাখতে পারা ব্যাটসম্যান সব কৃতিত্ব দিলেন স্ত্রীকে।

গেল বছর কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে ১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন ওয়ার্নার। এরপর থেকে ছায়ার মতো হয়ে তার সঙ্গে রয়েছেন ক্যান্ডিস। ক্রিকেটে ফিরতে তাকে সবসময় উৎসাহ-উদ্দীপনা দিয়ে গেছেন সহধর্মিনী।

ওয়ার্নার বলেন, সে (ক্যান্ডিস) আমার শক্তি। ও দৃঢ় প্রতিজ্ঞ, প্রত্যয়ী, সুশৃংখল ও নিঃস্বার্থ। নির্বাসনের প্রথম ১২ সপ্তাহ আমাকে বিছানা ছেড়ে বাইরে বের হতে সহায়তা করেছিল। সময়মতো রানিং ও অনুশীলনে তাগিদ দিত। আমাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাতো, যেন আমি চিরচেনা রূপে ক্রিকেটে ফিরতে পারি।

তিনি বলেন, আমি বাসা থেকে ব্যাপক সমর্থন পেয়েছি। আমার প্রিয়তমা ও শিশুরা আমাকে আগলে রেখেছে। সে (ক্যান্ডিস) অদম্য মনের অধিকারিণী। খেলাটির অন্য সংষ্করণের জন্যও আমাকে তৈরি করেছে ও। আমার জন্য বিনিদ্র রজনী কাটিয়েছে। ক্ষুধার্ত থেকেছে এবং কঠোর পরিশ্রম করেছে।