‘সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সর্বোচ্চ আদালত জামায়াত নেতা ও ১৯৭১ সালের যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল রেখেছেন। সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
তিনি জানান, এ ব্যাপারে সরকার সব আইনি প্রক্রিয়া বজায় রাখার পর আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পৌঁছালে শিগগিরই প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষ আরেকটি কলঙ্ক থেকে মুক্ত হতে এই আসামির রায় দ্রুত বাস্তবায়ন চান।
দেশের সর্বোচ্চ আদালতে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছিল মীর কাসেম আলী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ তা খারিজ করে দেন।
জামায়াত ইসলামের অর্থের জোগানদাতা হিসেবে পরিচিত ৬৪ বছর বয়সী মীর কাসেম আলীর এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগই বাকি আছে।
তিনি ছিলেন কুখ্যাত আলবদর বাহিনীর কমান্ডার। নৃশংসতার জন্য মীর কাসেম আলী পরিচয় হয় ‘বাঙালি খান’ হিসেবে। ৬৪ পৃষ্ঠার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে, ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী। – বাসস।