সবচেয়ে বেশি করোনা আক্রান্ত চিকিৎসক ঢাকা বিভাগে

সারাদেশে এ পর্যন্ত মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৮২ জন চিকিৎসক। আক্রান্তদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন ৮৮ জন। এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগের চিকিৎসকরা এবং সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন রাজশাহী বিভাগের চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে প্রাপ্ত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিএমএ সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২ হাজার ৭৮২ জন চিকিৎসকের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ২৪৯ জন, বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৭৩২ জন, খুলনা বিভাগে ১০৫ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৩৬৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ২০১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হন।

১ হাজার ৯৫৪ জন নার্স এবং ৩ হাজার ২৫৬ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

বাংলাদেশের করোনা পরিস্থিতি
সর্বশেষ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য অনুযায়ী, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৯৫৩ জন। এরমধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন