সন্দেহজনক লিংক সম্পর্কে সতর্ক করবে হোয়াটসঅ্যাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্তায় থাকা বিভিন্ন সাইটের লিংক পরীক্ষা করে সেগুলো ক্ষতিকর কি না তা জানাবে হোয়াটসঅ্যাপ। ভুয়া বা স্প্যাম বার্তা এলেও এমনটি করা হবে। ফলে বার্তাগুলো যতই বিশ্বাসযোগ্যভাবে লেখা হোক না কেন, সেগুলোর লিংকে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যালওয়্যার ডাউনলোড করার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে।

ভুয়া সংবাদের বিস্তার ঠেকানোর পাশাপাশি ব্যবহারকারীদের সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা করতেই এ উদ্যোগ। নতুন এ ফিচারের পাশাপাশি ‘নোটিফিকেশন মিডিয়া প্রিভিউ’ ফিচারও যুক্ত হয়েছে মেসেঞ্জার অ্যাপটিতে। নতুন এ সুবিধা চালুর ফলে বন্ধুদের পাঠানো বার্তার সঙ্গে কোনো সংবাদের লিংক থাকলে সেগুলো প্রিভিউ বা ছবি আকারে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সংবাদটি সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারবেন। প্রাথমিকভাবে শুধু আইফোনে এ সুযোগ মিলবে।