সন্ত্রাসে অর্থায়ন : জামাত-উদ-দাওয়ার ৬ সদস্যকে মুক্তি দিলেন লাহোর হাইকোর্ট

হাফিজ সাইদের নেতৃত্বাধীন দক্ষিণ এশিয়ার নিষিদ্ধঘোষিত কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া (জেইউডি) এর ছয় নেতাকে গতকাল ৬ নভেম্বর ‘সন্ত্রাসে অর্থায়নের মামলা’য় খালাস দিয়েছেন লাহোর হাইকোর্ট। জেইউডি হলো নিষিদ্ধ লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর ফ্রন্ট আউটফিট, যারা ২০০৮ সালের মুম্বাই হামলার পেছনে দায়ী ছিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করে।

পিটিআই রিপোর্ট অনুসারে, পাঞ্জাব পুলিশ কর্তৃক নথিভুক্ত একটি এফআইআরের ভিত্তিতে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত ২০২১ সালের এপ্রিল মাসে অধ্যাপক মালিক জাফর ইকবাল, ইয়াহিয়া মুজাহিদ (জেইউডি মুখপাত্র), নাসারুল্লাহ, সামিউল্লাহ এবং উমর বাহাদুরকে ৯ বছরের সাজা দেন। সাইদের শ্যালক হাফিজ আবদুল রহমান মক্কিকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

প্রধান বিচারপতি মুহাম্মদ আমীর ভাট্টি এবং বিচারপতি তারিক সেলিম শেখের লাহোর হাইকোর্ট বেঞ্চ শনিবার রায় দেন যে, ট্রায়াল কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ