সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর, রাজশাহী প্রেসক্লাবের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক উপাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরে ইসলাম মিলনের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার এবং যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক নূরে ইসলাম মিলনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।

এদিকে হামলার ঘটনায় সাংবাদিক নুরে ইসলাম মিলন বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নূরে ইসলাম মিলন জানান, গত রোববার সন্ধ্যায় মিলন তার পত্রিকা অফিস মিয়াপাড়া থেকে নিউমার্কেট যাওয়ার পথে রানিবাজার এলাকায় তার বড় ভাই সেন্টুর দোকানে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় রানিবাজার এলাকার হাবিব খানের দুই ছেলে হাসিব ও হিমেলসহ নাম না জানা আরো ৭/৮ জন সন্ত্রাসীদল দেশিও হাতিয়ার রড,পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে কিছু বুঝে উঠার আগে তার ফ্রিডম সিলভার কালার মোটরসাইকেলে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

স/অ