শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সদরঘাটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত লঞ্চযাত্রী

Paris
আগস্ট ২৪, ২০১৯ ১১:৩৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সদরঘাটে সোয়ারী ঘাট বেড়িবাঁধ এলাকায় লঞ্চ থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন লাল মিয়া (৪০)।

ছিনতাইকারীরা তার পেটে একাধিক ছুরিকাঘাত করে তাকে রাস্তায় মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

আহতের সহকর্মী আরিফ জানান, লঞ্চযোগে শিবচর ভবানিপুর গ্রাম থেকে সোয়ারী ঘাট এলাকায় লঞ্চ থেকে নামার পরই পানির পাম্প এলাকায় তিন ছিনতাইকারী লাল মিয়াকে পেটে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত লাল মিয়া বর্তমানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আহত লাল মিয়া মাদারীপুর জেলার কালকিনি থানার ভবানীপুর গ্রামের আফসার বেপারীর ছেলে।

তিনি পুরান ঢাকার চকবাজারের উর্দু রোডে কামালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনের শ্রমিক হিসেবে কাজ করেন।

সর্বশেষ - জাতীয়