সক্রিয়ভাবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রথমবারের মতো সক্রিয়ভাবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের আয়োজনে ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডে’ অংশ নিচ্ছে বাংলাদেশ।

এবারই প্রথম টেলিযোগাযোগের এমন কোনো বিশ্ব আসরে নিজেদের প্যাভিলিয়ন নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলো।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চার দিনের এই আয়োজন শুরু হয়েছে সোমবার, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডে অংশ নিতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের শীর্ষ কর্মকর্তারা এখন থাইল্যান্ডে রয়েছেন।

বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি টাকার প্যাভিলিয়নে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটকসহ দুটি এনটিটিএন ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স অংশ নিচ্ছে।

Stall_Techshohor

এছাড়া টেলিকম বিভাগ, বিটিআরসির জন্যেও আলাদা স্টল রাখা হয়েছে প্যাভিলিয়নের মধ্যেই। বিটিআরসির স্টলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বিষয়ে আগ্রহীদেরকে ধারণা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আয়োজন থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আরো বেশী বিনিয়োগের আহবান জানানো হচ্ছে।