সকালের ‍বৃষ্টিতে ভিজলো রাজশাহীবাসী

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার সকাল থেকেই আকাশে ছিলো মেঘের ভেলা। সকাল নয়টা ২০ মিনিটের দিকে ঝড়তে শুরু করে বৃষ্টি। তবে অল্প সময় ছিলো এর স্থায়ীত্ব।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আনোয়ারা খাতুন সিল্কসিটিনিউজকে বলেন, চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সকালে হঠাৎ বৃষ্টি বাগড়া সৃষ্টি করেছে কর্মজীবী মানুষের জন্য। ছাড় পাইনি স্কুলগামী শিক্ষার্থীরা। মূলত সকাল নয়টার পরে শিক্ষার্থীদের বের হতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোশে। কিন্তু এই সময় বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেকেই ভিজে যেতে হয়েছে।

নগরীর দড়িখরবোনা এলাকায় কথা হয় রিকশা চালক আনসার আলী বলেন, সকালে বৃষ্টিতে ভিজতে হলো। বাড়ি শিরোইল এলাকায়। সমস্যা নেই। বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে।

 

স/আ