সকল নাগরিককে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে: এমপি বকুল

লালপুর প্রতিনিধি:
নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, উন্নয়নের শিখরে পৌছাতে হলে দেশের সকল নাগরিককে রাষ্ট্রের প্রতি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাস মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন সহ রুগীদের সঠিক ভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ১৯ মার্চ মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন।

সভায় লালপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ডাক্তার আনছারুল হক, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, ডাক্তার আব্দুর রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার প্রামানিক, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, লালপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাংবাদিক মাজহারুল ইসলাম তিব্বত প্রমূখ।

এছাড়াও শিক্ষক, ডাক্তার, নার্সসহ কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল হাসপতাল পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কুশল বিনিময় করে সন্তোষ প্রকাশ করেন।