সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

২০১৯-২০ অর্থবছরে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। আজ শনিবার বিকাল ৫টায় নগরীর আলুপট্টি সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাট্যজন মলয় ভৌমিকের সভাপতিত্বে এবং নাট্যকর্মী কামারউল্লাহ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কলামিস্ট নাট্যজন প্রশান্ত কুমার সাহা, আরিফুল হক কুমার, সাধারণ সম্পাদক, কবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী জেলা, জুলফিকার আলী গোলাপ, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজশাহী জেলা, ডা. এফ.এম.এ. জাহিদ, সভাপতি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, অধ্যাপক এস এম আবু বকর, সভাপতি, ইলামিত্র শিল্পী সংঘ, উপাধ্যক্ষ কামরুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মনোয়ার হোসেন মনো, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার নাট্যশিল্পী সংস্থা, রাহশাহী, আফতাব হোসেন কাজল, সাধারণ সম্পাদক, খেলাঘর আসর, রাজশাহী জেলা, আহসান কবীর লিটন, রাজশাহী বিভাগীয় সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ, মনিরুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী মহানগর, সোহেল রানা হিরো, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজশাহী জেলা। 


এছাড়াও যে সমস্ত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন- ধ্রুবসখা, রংধনু নাট্য একাডেমি, বিমূর্ত কালচারাল একাডেমি, জয়বাংলা গণসঙ্গীতের দল, কচিপাতা থিয়েটার, রুডা- রা.বি., উৎপত্তি নৃত্যাশ্রম, ঘাষ ফড়িং নৃত্য শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা, সান্ধ্যপ্রদীপ সাংস্কৃতিক একাডেমি, কৃষাণ গম্ভীরা, রাজশাহী, মাথল- রাজশাহী, মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, ভোর হলো, রাজশাহী, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, রাজশাহী ফিল্ম সোসাইটি, বরেন্দ্র ফিল্ম সোসাইটি।

বক্তারা বলেন, গত অর্থবছরে সংস্কৃতি খাতে বাজেট ছিল ৬২৫ কোটি টাকা।  কিন্তু গত অর্থ বছরের তুলনায় ৫০ কোটি টাকা কমিয়ে এনে ৫৭৫ কোটি টাকা করা হয়েছে। আমাদের দাবি মুল বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ রাখা।