সংস্কৃতি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত-এমপি দারা

নিজস্ব প্রতিবেদক:
সংস্কৃতি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই দেশে সংস্কৃতি অঙ্গনে বিকাশ ঘটেছে। কারণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনা হৃদয়ে ধারণ করে দেশ পরিচালনা করছে। বাঙালি জাতির ক্রমবর্ধমান বিকাশে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১৪তম বাংলা লোক নাট্য উৎসবের উদ্বোধকের বক্তব্যে রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‌দারা বলেন, জাতির ক্রান্তিলগ্নে সংস্কৃতিমনা মানুষরা সবসময় এগিয়ে আসেন। তাই নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতির বিকাশ ঘটাতে সহযোগিতা প্রদান করতে হবে। এই মঞ্চে উপমহাদেশের প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল স্যারকে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও পুঠিয়া থিয়েটার সম্মাননা প্রদান করেছে। কিছুটা হলেও এই গুণীজনকে সম্মাননা দিতে পেরে পুঠিয়াবাসী ধন্য হল।

 

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বিশিষ্ট  সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক হাসান আজিজুল হক, নওগাঁ -৪(আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, সদস্য জিএম হীরা বাচ্চু, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাড. আব্দুস সামাদ, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবিও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য কাজী সাইদ হোসেমন দুলাল প্রমুখ।