সংক্রমণে সবাইকে টপকে ফ্রান্স, আট মাসে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি দেখল বিশ্ব

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসে ছোবলে বিভিন্ন দেশে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কেবল গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সারাবিশ্বে করোনায় মারা গেছে ১১ হাজার ১৬৮ মানুষ। এতে দীর্ঘ আট মাস পর একদিনে আবারও ১১ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব।

এদিকে, এদিন বিশ্বজুড়ে নতুনভাবে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জনের সংক্রমণ।

মঙ্গলবার প্রাণহানির শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৮০ জনের। এছাড়া এই সময়ে দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৬৯৩ জনের।

অবশ্য সংক্রমণ শনাক্তে সবাইকে টপকে গেছে ফ্রান্স। দেশটিতে আবারও দিনে ৪ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত ২৮ ঘণ্টায় (মঙ্গলবার) ফ্রান্সে মোট চার লাখ ১৬ হাজার ৮৯৬ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের।

মঙ্গলবার ভারতে এক লাখ ৫৮ হাজার ৫৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৭২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে এক লাখ ২৫ হাজার ৮৩৬ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৬৬৩ জনের।

আর ব্রাজিলে সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৭১ হাজার ২৮ জনের। মৃত্যু হয়েছে ৭৬৭ জনের।

যুক্তরাজ্যে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১২ হাজার ৪৫২ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২১৯ জনের।

জার্মানিতে এদিন করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৩৪ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১৮২ জনের।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন