শ্রীলঙ্কা সিরিজ টেস্ট দিয়েই শুরু?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেস্ট নাকি ওয়ানডে—কোন ঘরানার ম্যাচ দিয়ে আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে, তা নিয়ে এতদিন ধরে চলছিল নানা আলোচনা। ভারত থেকে মাত্র টেস্ট খেলে এসেছে বলে, বাংলাদেশ চেয়েছিল আগে হোক সাদা পোশাকের ক্রিকেট। এতদিন তা নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছিল।

 

বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যকার এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, নতুন খবর হলো টেস্ট দিয়ে শুরু হতে পারে এই সিরিজ।

 

বিসিবির এক সূত্রে জানা গেছে, প্রথমে দুই টেস্ট হবে। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ৭ মার্চ গলে শুরু হতে পারে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ থেকে কলম্বোয় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শিগগিরই শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল ঘোষণা হবে। জাতীয় দল এখন ছুটিতে আছে। ২৪ ফেব্রুয়ারি থেকে দলের অনুশীলন শুরু হওয়ার কথা। আর শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা ২৭ ফেব্রুয়ারি।

 

ভারতে একমাত্র টেস্ট খেলে গত ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরে এসেছে বাংলাদেশ। খেলোয়াড়দের মধ্যে কেউ বিশ্রামে আবার কেউ পাকিস্তান সুপার লিগে খেলতে গেছেন। ক্যাম্প শুরু হলে আবার তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন।

সূত্র: এনটিভি