শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত মুস্তাফিজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চোট থেকে সেরে ওঠার পর গত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য খেলতে পারেননি সবগুলো ম্যাচ। পুরোপুরি ফিট নন বলে দুটি টেস্টে দলের বাইরে ছিলেন তিনি। একই কারণে ভারত সফরের দলেও রাখা হয়নি তাঁকে।

 

আশার কথা, শ্রীলঙ্কা সফরের আগে মুস্তাফিজ পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য মুস্তাফিজ পুরোপুরি প্রস্তুত। আসন্ন এই সিরিজে সব ফরম্যাটে সে খেলতে পারবে বলে আমার বিশ্বাস। অবশ্য সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চোট থেকে মাত্র সে উঠেছে। এই জন্য তাঁকে দেখেশুনে খেলাতে হবে।’

 

কদিন আগে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা যতটুকু জানি মুস্তাফিজ আগের তুলনায় এখন অনেক বেশি ফিট। আশা করছি শ্রীলঙ্কা সফরের দলে সে থাকবে। অবশ্য সিরিজ শুরুর আগে দলের প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজের অবস্থা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

গত বছর কাউন্টি লিগে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন মুস্তাফিজ। সে সময় তাঁর কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

সূত্র: এনটিভি