শ্রীলঙ্কাকে ধোলাই করে রোহিতের কপালে চিন্তার ভাঁজ

ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। গতকাল রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত জিতেছে ৬ উইকেটে। এই জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা অন্যরকম এক চিন্তায় পড়ে গেছেন। যেভাবে উইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুটি সিরিজে ভারতের ক্রিকেটাররা যে দুর্দান্ত পারফর্ম করেছেন, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাই করতে রোহিত এখন মহা সমস্যায়।

ম্যাচের পর রোহিত বলেন, ‘এমন একটা সিরিজ হয়ে গেল যেখানে সবকিছুই ঠিকঠাক হয়েছে। আমরা এক হয়ে খেলেছি এবং দুর্দান্ত  পারফর্ম করেছি। এই সিরিজে ইতিবাচক অনেক কিছু আছে। সিরিজ শুরুর আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম, যত বেশি সংখ্যক ক্রিকেটারকে সুযোগ দেওয়া যায়, তাই দেব। ওরা এতটাই ভালো খেলেছে যে বিশ্বকাপের দল কী করে বাছাই করব, সেটা বোঝা আমাদের কাছে কঠিন হয়ে গেছে। ‘

দলের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট রোহিত আরও বলেন, ‘আমাদের বেঞ্চ কতটা শক্তিশালী, সেটা দেখার জন্য এই সিরিজটা খুব দরকার ছিল। ছেলেদের কাছে এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া দরকার ছিল যে, নিজের জায়গা নিয়ে ভেবো না। মাঠে গিয়ে নিজেদের খেলাটা খেল। বিশ্বকাপের আগে দলের ছোটখাট সমস্যাগুলো সমাধানের কাজ চলছে। অবশ্যই বিশ্বকাপ দল বাছাই করতে বড় সমস্যা হবে। কিন্তু সবাইকে ভালো খেলতে দেখাটাও দারুণ ব্যাপার। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ