শুক্রবার , ২৪ আগস্ট ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শ্রীলংকার শতাধিক শহরে সিগারেট বিক্রি বন্ধ

Paris
আগস্ট ২৪, ২০১৮ ১১:২২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সিগারেট বিক্রি বর্জন করেছে শ্রীলংকার শতাধিক শহর।

শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা এবং ফলাফল স্বরূপ বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা সিগারেট বিক্রি বন্ধ ঘোষণা করে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বর্তমানে দেশটির ১০৭টি শহরে সিগারেট বিক্রি বন্ধ রয়েছে।

এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরাত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এ কার্যক্রমের আওতায় আনা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে জনগণকে ধূমপান থেকে বিরত রাখতে তামাকের ওপর ৯০ শতাংশ বৃদ্ধি, সিগারেটের প্যাকেটের ৮০ শতাংশ স্থানে সতর্কবার্তা, স্কুল ও পাবলিক প্লেসের ১০০ মিটার এলাকায় ধূমপান নিষিদ্ধ করাসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে শ্রীলংকার সরকার।

২০২০ সালের মধ্যে তামাক উতপাদন নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

সর্বশেষ - আন্তর্জাতিক