শ্রাবন্তী কি বিজেপি ছেড়ে তৃণমূলে?

গত ১১ নভেম্বর বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর থেকেই আলোচনা চলছিল শ্রাবন্তী এবার কোন দলে যোগ দেবেন। তবে তিন সপ্তাহ পার হতে না হতেই তৃণমূলের সভামঞ্চে দেখা মেলে তার।

সোমবার (২৯ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের বাসন্তী ব্লকের মসজিদবাটিতে তৃণমূলের অনুষ্ঠানে হাজির ছিলেন নায়িকা। সেখানে দলটির নেত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদও জানান। এসময় তৃণমূলের বড় বড় নেতাদের সামনেও বক্তব্য দেন শ্রাবন্তী।

অভিনেত্রী বলেন, ‘আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলার মেয়ে আমি। মমতাদিকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই।’

এখানেই শেষ নয়, শ্রাবন্তীকে সভামঞ্চ তৃণমূলের উত্তরীয় পরিয়ে দলের পক্ষে সম্মান জানানো হয়। যদিও তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে অভিনেত্রী এখনো সরাসরি কিছু বলেননি। তৃণমূলের পক্ষেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে অনেকে ধারণা করছেন শ্রাবন্তী মমতার দলেই আসতে চাচ্ছেন।

বিধানসভা নির্বাচনে বিজেপির পতনের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বেশ কয়েকজন অভিনেত্রী। এর মধ্যে অভিনেতা তনুশ্রী চক্রবর্তী প্রথমেই বিজেপি ছাড়েন। তারপরে এই তালিকায় নাম লেখান শ্রাবন্তী।

 

সুত্রঃ জাগো নিউজ