শোরুমে গাড়ি কিনতে গিয়ে এক নারীর কাণ্ড (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাড়ি কিনতে গিয়ে এলাহি কাণ্ড ঘটালেন এক নারী।

পছন্দের গাড়িটি নিয়ে আচমকা শোরুমের কাঁচ ভেঙে উড়ে গিয়ে রাস্তায় পড়েন তিনি।

ভাগ্যগুণে বড় রকমের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন। তবে ওই নারীর এমন কাণ্ডে শোরুমটির বেশ ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৮ ফেব্রুয়ারি ভারতের হিমাচল প্রদেশের মান্ডিতে।

সিসিটিভি ফুটেজ থেকে নিয়ে ওই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে শোরুমের কর্মকর্তারা।

ফেসবুক, টুইটারে রীতিমত ভাইরাল সেই ভিডিও।

ভিডিও দেখা গেছে, স্থানীয় হুন্দাইয়ের শোরুমে বিভিন্ন মডেলের গাড়ি দেখছেন ওই নারী। অতঃপর ‘এলিট আই২০’ মডেলটি পছন্দ হয় তার।

টেস্ট ড্রাইভের গাড়িটিতে চড়ে বসেন তিনি। কিন্তু তখনও শোরুম কর্মীদের ভাবনায় ছিল না যে মুহুর্তের মধ্যে এমন কাজ করে বসবেন ওই নারী। শোরুমে গাড়ির স্টার্ট দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দ্রুত গতিতে গাড়িটি শোরুমের কাঁচের দেয়াল ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ে।

এরপর শোরুমের সামনে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে গিয়ে সজোরে ধাক্কা মারে তার গাড়ি।

এই দুর্ঘটনার ওই নারীসহ আর কেউ আহত হননি বলে জানা গেছে।

তবে শোরুম ও ‘এলিট আই২০’ মডেলের গাড়িটিসহ পার্কিংয়ে রাখা কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

অবশেষে ওই নারীর আর কোনো গাড়ি কেনা হয়নি।

তবে ক্ষতিপূরণ বাবদ তাকে গাড়ি কেনারা টাকা থেকে চার লাখ টাকা দিতে হয়ে শোরুমকে।