শোভাযাত্রায় উঠে গেল বেপরোয়া গাড়ি (ভিডিও)

ভারতের ছত্তিশগড় শারদীয় দুর্গা পূজার উপলক্ষ্যে ভক্তদের শোভাযাত্রায় একটি বেপরোয়া গাড়ি উঠে গেছে। এ সময় মিছিলে অংশ নেওয়া অন্তত একজন নিহত ও ২০ জন আহত হন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

শুক্রবার ছত্তিশগড়ের যশপুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বিজয়া দশমীতে ভক্তরা প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছিলেন বলে এনডিটিভি জানিয়েছে।

মেরুন রঙের ওই গাড়িটির মধ্য প্রদেশের লাইন্সেস প্লেট লাগানো ছিল। ভয়াবহ ওই দুর্ঘটনার পর তবে ক্ষুব্ধ জনতা ওই গাড়ির পেছনে ধাওয়া করে। তবে গাড়িটি পার্শ্ববর্তী সুখরাপারার দিকে পালিয়ে যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। পরে গাড়িটিকে রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় গাড়িটির সবগুলো জানলার কাঁচ ভাঙা ছিল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবলু বিশ্বকর্ম (২১) এবং শিশুপাল সাহু (২৬) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গ্রেফতার দুজন মধ্য প্রদেশের সিংরৌলি জেলার বাসিন্দা। তারা ছত্তিশগড় দিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

 

সূত্রঃ যুগান্তর