শেষ সময়ের প্রস্তুতি চলছে শাহ মখদুম ঈদগাহ ময়দানে

নিজস্ব প্রতিবেদক:

শেষ সময়ে ব্যস্তর ছোয়া লেগে রাজশাহীর শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আর ডেকোরেটরের কর্মীরাও খুব দ্রুততার সঙ্গে কাজ করছে।

শুধু কেন্দ্রীয় ঈদগাহ নয়, রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার ঈদগাহগুলো সাজানো হচ্ছে বর্ণিল সাজে। বুধবার অনুষ্ঠিত হবে ঈদুল আযহা। পরশু ঈদের কথা মাথায় রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এমনটিই সিল্কসিটিনিউজকে জানিয়েছেন আয়োজকরা।

ছবি- ফাইল ফটো

এদিকে ঈদের জামাতের কথা মাথায় রেখে নগরীর ঈদগাহগুলোতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কিমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটিনিউজকে জানায়, ঈদকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশের টহল টিম কাজ করবে। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দা নজরদারিতা থাকবে।

ছবি- ফাইল ফটো

তিনি আরো বলেন, রাজশাহী নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তার খাতিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দা নজরদারিতা থাকবে। সবমিলে নগরবাসীর নিরাপত্তার স্বার্থে কাজ করবে পুলিশ।

 

স/আ