শেষ মুহূর্তে থেমে গেলেন ট্রাম্প, নিষেধাজ্ঞা দিচ্ছেন না আলিবাবা-টেনসেন্ট-বাইদু’র ওপর

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার আগে চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা, টেনসেন্ট, বাইদু প্রভৃতি কোম্পানির ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ছিল তার প্রশাসনের। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা আপাতত বাতিল করল ট্রাম্প প্রশাসন।

এ উদ্যোগের ফলে ওয়াশিংটনে চলমান অস্থিরতার ভেতর চীনা করপোরেট সংস্থাগুলোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কিছুটা হলেও যেন পুনরুদ্ধার হল।

তবে সামনের সপ্তাহে ওয়াশিংটন নতুন করে নয়টি কোম্পানিকে তালিকায় যুক্ত করতে যাচ্ছে বলে সূত্রদের একজন জানান।

 

ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু এবং মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের অধিকর্তা ভিডিও গেম লিডার টেনসেন্টকে চীনা সামরিক সংস্থার সঙ্গে সম্পর্কের অভিযোগে নিষেধাজ্ঞার কাতারে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কিন্তু ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনুচিন যেন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কিছুটা ঝালিয়ে নিতে নিষেধাজ্ঞার পরিকল্পনাটি স্থগিত করলেন।

এদিকে, কোম্পানিগুলো কিংবা ট্রেজারি, স্টেট অ্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্ট এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, বুধবার টেনসেন্টের আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট ২.৯ শতাংশ এবং আলিবাবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিকাভুক্ত শেয়ার ৪.৩ শতাংশ হারে বেড়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হংকংয়ে আলীবাবার শেয়ার বেড়েছে ৪.৫ শতাংশ এবং টেনসেন্টের ৪.৪ শতাংশ হারে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন