শুক্রবার , ১৩ নভেম্বর ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেষ মুহূর্তের গোলে হার মানল বলিভিয়া, ইকুয়েডরের দ্বিতীয় জয়

Paris
নভেম্বর ১৩, ২০২০ ৯:৪৪ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তের গোলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডর।

শুক্রবার ভোরে দলটি বলিভিয়াকে ৩-২ গোলে হারিয়ে দেয়। তিন ম্যাচে এটা ইকুয়েডরের দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

অন্যদিকে তিন ম্যাচে মাঠে নেমে এখনও জয়ের দেখা পায়নি বলিভিয়া। সঙ্গত কারণে পয়েন্ট টেবিলের তলানিতেই তাদের অবস্থান।

 

শুক্রবার অবশ্য ইকুয়েডরের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল বলিভিয়া। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি। এরপর পিছিয়ে পড়েও সমতা ফিরিয়েছিল। সেটিও ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত।

ম্যাচের ৩৭ মিনিটে হুয়ান আর্চে গোল করে এগিয়ে নেন বলিভিয়াকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা (১-০)। বিরতি থেকে ফিরেই সমতা ফেরায় ইকুয়েডর। ৪৬ মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন কাইসেদো।

৫৫ মিনিটে অ্যাঞ্জেল মিনা গোল করে ফের এগিয়ে নেন ইকুয়েডরকে। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি স্বাগতিক বলিভিয়া। ৬০ মিনিটের মাথায় মার্সেলো মনোরো গোল করে সমতা ফেরান।

কিন্তু শেষ মুহূর্তের গোলে হার মানে বলিভিয়া। ম্যাচের ৮৮ মিনিটের সময় পেনাল্টি পায় ইকুয়েডর। পেনাল্টি থেকে কার্লোস গ্রুয়েজো গোল করে ৩-২ ব্যবধানের জয়ে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা