শেষ পর্যন্ত মিশিগান ডেমোক্র্যাটদের দখলে

মিশিগানে ভোট গণনার সময় টান টান উত্তেজনা বিরাজ করছিল। হাড্ডাহাড্ডি লড়াই চলেছে সেখানে। সর্বশেষ তথ্য মতে অবশ্য এগিয়ে ছিলেন বাইডেন। পরে তিনিই সেখানে জয় পেলেন।

মিশিগানে ইলেক্টরাল ভোট ১৬টি। ডেমোক্র্যাট গেরি পিটার্স মিশিগানে নিজের আসন ধরে রাখতে পেরেছেন। রিপাবলিকান চ্যালেঞ্জার জন জেমসকে পাত্তা দেননি তিনি।

৬১ বছর বয়সী পিটার্স এবারও জয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অবশ্য ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত মিশিগানে মাত্র একবার জয় পেয়েছে রিপাবলিকানরা।

জানা গেছে, মিশিগান, উইসকিনসন এবং পেনসিলভানিয়াতে বারাক ওবামারও রেকর্ড ভেঙে দিয়ে ভোট পেয়েছেন জো বাইডেন।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য কোনো প্রার্থীর সর্বনিম্ন ২৭০ ইলেক্টরাল ভোটের প্রয়োজন। জানা গেছে, সে দেশে মোট ইলেক্টরাল ভোট ৫৩৮টি।

৫০টি রাজ্যের মধ্যে এখনো বেশ কয়েকটির ফল বাকি রয়েছে। অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফল অনুসারে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৬৪টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টরাল ভোট। জেতার জন্য অনেকটাই এগিয়ে আছেন জো বাইডেন।

প্রসঙ্গত, কোনো রাজ্যে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, সেখানকার মোট ইলেক্টরাল ভোট তার হয়ে যাবে। এখন পর্যন্ত পাওয়া ফলের ভিত্তিতে জো বাইডেনের জেতার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে ডোনাল্ড ট্রাম্পেরও ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বাকি রাজ্যের ভোটের ফল।

জানা গেছে, ট্রাম্প মোট পপুলার ভোট পেয়েছেন ছয় কোটি ৮৭ লাখ ৫৩ হাজার পাঁচশ ১১টি এবং জো বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ৭২ হাজার ছয়শ ৩১টি।

 

সূত্রঃ কালের কণ্ঠ