শেষ নির্বাচনটা ভালো করার ব্যবস্থা নেবে ইসি, আশা বিএনপির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মেয়াদ শেষের আগে ‘ভালো নির্বাচন’ করার প্রয়াস নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানি

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘বর্তমান কমিশনের অধীনে কোনও নির্বাচন ভালো হয়নি। তাদের প্রতি আমাদের আস্থা নেই। কিন্তু দেশে একটিই কমিশন। এজন্যে তাদের অধীনে আমাদের নির্বাচনে আসতে হয়। আশায় আছি,তারা শেষ নির্বাচনটা ভালো করার ব্যবস্থা নেবে।’

অবশ্য সিইসিও সুষ্ঠু নির্বাচনের আপ্রাণ চেষ্টার কথা জানিয়েছেন বলে নজরুল ইসলাম খান জানান।

তিনি জানান, নারায়ণগঞ্জে এখনও পর্যন্ত প্রচারণায় কোনও বাধা দেওয়া হয়নি। তবে যে কোনও সময়ই পরিস্থিতির অবনতি হতে পারে।

বিএনপি আবারও সেনা মোতায়েনের দাবি জানালেও ইসি তা নাকচ করে দিয়েছে। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা এ নির্বাচনে সেনা মোতায়েনের জন্য আবারও বলেছি সিইসির কাছে। কমিশন সে ব্যবস্থা করছে না। ভোটের পরিবেশ ভালো রাখতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য প্রয়োজনে আরও  বাড়ানোর আশ্বাস দিয়েছেন সিইসি।’

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে নারায়ণগঞ্জে যেতে না দেওয়ার বিষয়েও বিএনপি সিইসির কাছে নালিশ করেছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি সিইসিকে জানিয়েছি। তিনি (সিইসি) ব্যাখ্যা দিয়েছেন-আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার বিষয়ে সার্কুলার জারি করা হয়। এবারও তাই করা হয়েছে।’

তবে এ ধরনের কোনও সার্কুলার বিএনপি প্রার্থী ও দলীয়ভাবে পাননি বলে জানান নজরুল ইসলাম।

তিনি বলেন,  ‘খালেদাকে প্রচার থেকে দূরে রাখতেই এ নির্দেশনা। আমরা ইসির এ ধরনের সার্কুলার সম্পর্কে জানি না। আইন ও বিধিতেও এ বিধান নেই।

সূত্র : বাংলাট্রিবিউন