শেষ ওভারের অবিশ্বাস্য জয়ে ভিলেন এবার নায়ক

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্লে অফের আশা যখন শেষ, তখন টানা ম্যাচ জিততে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের পর এবার তারা ৫ রানে হারিয়েছে গুজরাট টাইটান্সকে।  কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্সের কাছে বেধড়ক মার খেয়ে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ হজম করা ড্যানিয়েল স্যামসই শুক্রবার মুম্বাইয়ের জয়ের নাটক। ম্যাচটিতে বল হাতে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন স্যামস।

শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ক্রিজে ছিলেন টি-টোয়েন্টির অন্যতম সেরা দুই ফিনিশার রাহুল তেওটিয়া এবং ডেভিড মিলার। তবে স্যামস শেষ ওভারে ৩ রানের বেশি খরচ করেননি। বরং তেওটিয়াকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। সবমিলিয়ে মুম্বাইয়ের ৬ উইকেটে ১৭৭ রানের জবাবে গুজরাট থেমে যায় ৫ উইকেটে ১৭২ রানে। অথচ, রান তাড়ায় নেমে শুভমান গিল (৩৬ বলে ৫২) এবং ঋদ্ধিমান সাহার (৪০ বলে ৫৫) ব্যাটে ১০৬ রানের ওপেনিং জুটি পেয়েছিল গুজরাট।

মুরুগান অশ্বিন দুই ওপেনারকে মাত্র ৫ রানের ব্যবধানে ফেরত পাঠালেও সমস্যা হয়নি। কারণ হার্দিক পান্ডিয়া (১৪ বলে ২৪), সুদর্শনদের (১১ বলে ১৪) গুজরাট প্রায় জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল। । শেষ ৩ ওভারে দরকার ছিল ২৮ রানের। ১৯ তম ওভারে বুমরাহ ১১ রান দেওয়ায় শেষ ওভারে টার্গেট দাঁড়ায় ৯ রানে। যা তুলতে পারেননি মিলাররা। উল্লেখ্য, এর আগে ব্যাটিংয়ে নেমে বহুদিন পর রানের দেখা পান মুম্বাইয়ের দুই ওপেনার ঈশান কিষান (২৯ বলে ৪৫) এবং রোহিত শর্মা (২৮ বলে ৪৩)।

 

সূত্রঃ কালের কণ্ঠ