শেরপুর জেলা সদর হাসপাতালে ২৫ ডেঙ্গু রোগী ভর্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শেরপুর জেলা সদর হাসপাতালে আরও ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোবারক হোসেন  জানান, এ পর্যন্ত জেলা সদর হাসপাতালে ১০২ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এখন জেলা সদর হাসপাতালে ২৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এর মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালের প্যাথলজিস্ট ইউসুফ আলী রয়েছেন।

ইতিমধ্যে মধ্যে ৬৫ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব রোগীর মধ্যে চারজন স্থানীয়ভাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। আর বাকি সবাই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানান মোবারক হোসেন।