শেখ হাসিনার হাত ধরেই স্বপ্ন বাস্তবায়িত হয়’

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনা স্বপ্নবাজ নেত্রী, তার হাত ধরেই স্বপ্ন বাস্তবায়িত হয়। তার হাত ধরেই সমাপ্ত হচ্ছে পদ্মা সেতুর কাজ। মেঘনা টানেল নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের হাত ধরে বাংলাদেশ যেমনি এগিয়ে যাচ্ছে, তেমনি এগিয়ে যাচ্ছে শরীয়তপুরও। এরই মধ্যে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কটি চার লেনে উন্নতকরণ কাজ শুরু হয়েছে। পরবর্তীতে কিভাবে মেঘনা টানেল কিংবা ব্রিজ নির্মাণ করে চাঁদপুরের সঙ্গে নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা করা যায় সে লক্ষে কাজ করছে সরকার। তাছাড়া পদ্মা সেতুর রেল সংযোগের সুবিধা যেন শরীয়ত-পুরবাসী পুর্ণাঙ্গভাবে ভোগ করতে পারে সে বিষয়েও কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার জনাব মো. আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর জেলা সওজের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যা প্রমুখ।

 

সূত্রঃ যুগান্তর