‘শেখ হাসিনার যাতে ক্ষতি না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে’

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে খুব বেশি ভালোবাসতেন। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জন্য এই দেশের মানুষের হাতে তাকে জীবন দিতে হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারি নাই। এখনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনার যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।

শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় আমেরিকা, ব্রিটেন ও ইটালি যথাযথ কৌশল গ্রহণ করতে না পারায় বিপর্যস্ত হয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুধাবন করে যথাযথ কৌশল গ্রহণ করায় করোনার ধ্বংস থেকে দেশকে অনেকটাই সুরক্ষিত রাখতে পেরেছেন। আমাদের দেশে ঘরে ঘরে খাদ্য দিয়ে এবং জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ আর চিকিৎসকরা জীবন বাজী রেখে কাজ তরে দেশকে ভালো অবস্থায় রেখেছেন। এই অবস্থা আরও ভাল করতে হবে। আর না হলে বিশ্বের শ্রম বাজারে আমাদের ক্ষতি হবে। সেজন্য সবাইকে বিষয়টি অনুধাবন করে কাজে সবার অংশগ্রহণ প্রয়োজন। ভারতের চেয়েও আমাদের অবস্থা সহনীয় পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জীবন ও জীবিকা পাশাপাশি রেখে আমরা কাজ করছি। অচিরেই নতুন সূর্য উঠবে এবং আমরা পাব নতুন এক পৃথিবী।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সরকারী বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, এনএসআইর উপ-পরিচালক আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শাহ জয়নাল আবেদিন রাসেল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল।

পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।

এর আগে শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগসহ শতাধিক প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় দলীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ