বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন লংকান প্রেসিডেন্ট

Paris
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তীব্র গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লংকান প্রেসিডেন্ট এ কথা বলেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমাসিংহে বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে— মানুষকে প্রথমে আস্থা দিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু। এ ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান। এরপর তারা বিদেশেই থাকেন। আমি এখন প্রাধান্য দেবো… বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে’।

লংকান প্রেসিডেন্ট আরও বলেন, ‘হাসিনা যদি দেশের বাইরে থাকে, তাহলে তাকে বাইরেই থাকতে দিন। আমি মনে করি দেশে স্থিতিশীলতা দ্রুত ফিরতে হবে। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার ওপর নজর দেবে এবং দেশ কীভাবে চলবে সেখানে সাধারণ মানুষকে যুক্ত করুক’।

শ্রীলংকায়ও ২০২২ সালে বাংলাদেশের মতো গণবিপ্লব হয়। সাধারণ মানুষের রোষের মুখে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে দেশ ছেড়ে পালিয়ে যান।

এরপর দেশটির প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। আগামী ২১ সেপ্টেম্বর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক