শেখ হাসিনার নামে অর্কিডের নামকরণ করছে সিঙ্গাপুর সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারা বিশ্বে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের জয়জয়কার চলছে ঠিক তখন শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। ৭ মার্চ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, আগামী ১২ মার্চ সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং- এর আমন্ত্রণে চারদিনের দ্বিপক্ষীয় সফরে ১১ মার্চ সিঙ্গাপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুদেশের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে মূল লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়া সম্ভাবনা রয়েছে। এরমধ্যে রয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও আইই সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা চুক্তি, এফবিসিসিআই ও এমসিসিআই’র সঙ্গে সিঙ্গাপুরের দুটি ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দুটি চুক্তি। এছাড়া তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।