শুধু বাঙালি নন, জয়া অন্য পোশাকে অন্য রূপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ঢালিউড ও টলিউডে একের পরে এক বানিজ্য-সফল সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।

স্বাধীনতা সংগ্রামী এএস মাসুদ ও রেহানা মাসুদের বড় কন্যা তিনি।

জয়ার এক ভাই এবং এক বোন রয়েছে।

রবীন্দ্র সঙ্গীতে ডিপ্লোমা ও ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশুনো করেছেন তিনি।

টেলিড্রামা ‘পঞ্চমী’তে প্রথমবার অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি।

তার পরে একটি নরম পানীয়ের বিজ্ঞাপনেও দেখা যায় জয়াকে।

পুরোদস্তুর অভিনয়কে কেরিয়ার বেছে নেওয়ার আগে জয়া সাংবাদিকতাও করেছেন।

বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ‘ভোরের কাগজ’-এ সাংবাদিকতা করেন তিনি।

তার পরে কিছু দিন শিক্ষকতা করার পরে পুরোপুরি শিক্ষকতাকে পেশা বানিয়ে নেন তিনি।

বাংলাদেশের একের পরে কর্মাশিয়াল সিনেমায় অভিনয় করার পরে জয়া পাড়ি দেন এপার বাংলায়।

২০১৩-তে প্রথম বার টলিউডে অরিন্দম শীলের আবর্ত সিনেমার মাধ্যমে টলিউডের দর্শকদের সঙ্গে পরিচয় ঘটে তাঁর।

আবর্ত সিনেমায় অভিনয় করার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তিনি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান।

এর পরে ‘রাজকাহিনি’ (২০১৫), ‘ঈগলের চোখ’ (২০১৬), ‘বিসর্জন’ (২০১৭), দেবী (২০১৮), ‘এক যে ছিল রাজা’ (২০১৮), ‘ক্রিসক্রস’ (২০১৮) সিনেমায় অভিনয় করেছেন।

সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় অটোমেটিক চয়েস তিনি।

টলিউডের এক পরিচালকের সঙ্গেও জয়ার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে সম্প্রতি।

তবে দু’জনেই এই বিষয়ে নীরব থেকেছেন।

ইন্দ্রনীল রায়চৌধুরির পরিচালনায় ‘ভালবাসার গল্প’ এবেলা.ইন-এ ডিজিটাল মাধ্যমে মুক্তি পায়।

২০১৯-এ জয়ার এপার বাংলায় পাঁচটি সিনেমা মুক্তি পেতে চলেছে।

চলতি বছরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, অঞ্জন দত্তের ‘স্বর্গের কাছাকাছি’, অর্ণব পালের ‘বৃষ্টি তোমাকে দিলাম’, সুমন মুখোপাধ্যায়ের ‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’ সিনেমায় দেখা যাবে তাঁকে।