শুধু উন্নয়নেই নয়, জঙ্গিবাদ দমনেও বাংলাদেশ বিশ্বের রোল মডেল

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের মাধ্যমে দেশকে পিছিয়ে রাখতে কতিপয় জনগোষ্ঠী তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছেন। হলি আর্টিজানসহ বিভিন্ন সময়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের পুলিশ সদস্যরা প্রাণ দিয়েছেন। অকুতোভয় সেনাদের হারিয়েও আমরা থেমে থাকিনি। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বের কাছে বাংলাদেশ শুধু উন্নয়নেই নয় বরং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেরও রোল মডেলে পরিণত হয়েছে।’

বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

জাবেদ পাটোয়ারী বলেন, ‘মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেফতারের মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। আর এই কাজটির প্রধান দায়িত্ব একটি পরিবারের।’

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি এম খুরশিদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

স/শ