শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাজশাহী ভিশন-২০২১ ফাউন্ডেশনের মিছিল

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী ভিশন-২০২১ ফাউন্ডেশন। শনিবার বিকেল ৪টায় ভিশন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর হড়গ্রাম বাজার প্রদক্ষিণ করে রাজশাহী কোর্ট স্টেশন বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ভিশন ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-আলম বাদশার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রিয় সদস্য এড. একরামুল হক। এছাড়া বক্তব্য দেন ঘাতক-দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ভিশন সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, উপাধ্যক্ষ রইসউদ্দিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান, ঘাতক-দালাল নির্মূল কমিটি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ভিশন সদস্য এড. জোসনায়ারা খাতুন, সাবেক ছাত্রনেতা তামীম সিরাজী।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, উপাধ্যক্ষ কামরুজ্জামান, ভিশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এড. শামিম আখতার হৃদয়, তানজির হোসেন দুলাল, আব্দুল-হাই মুকুল, ভিশনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রুবেল, সদস্য এড. মুসাব্বিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ইয়াসমীন রেজা ফেন্সিসহ ভিশনের শতাধিক সদস্য।

সমাবেশে বক্তারা, দল-মতের উর্ধ্বে উঠে জঙ্গী-সন্ত্রাস-মাদক এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জঙ্গী মুক্ত করেছেন, খাদ্যে সয়ংসম্পূর্নসহ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন। দুর্নীতিমুক্ত করতে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, রাজশাহীর সকল শ্রেণী-পেশার মানুষকে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে রাজশাহী ভিশন-২০২১ ফাউন্ডেশন তার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

স/শা