শীর্ষ তিন বাছাইয়ে জকোভিচ-নাদাল-ফেদেরার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউএস ওপেন টেনিসের বাছাই পর্ব চূড়ান্ত হলো। পুরুষ এককে শীর্ষ বাছাই হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জকোভিচ। এই তালিকায় দুই ও তিন নম্বরে আছেন সাবেক শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।

জকোভিস গেল আসরে আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোর্তোকে হারিয়ে তৃতীয় বারের মত ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। ফাইনালে জকোভিচ ৬-৩, ৭-৬ (৭/৪) ও ৬-৩ গেমে হারান পোর্তোকে।

এবারের আসরের দ্বিতীয় বাছাই হলেন স্পেনের রাফায়েল নাদাল। তিনবার ইউএস ওপেনের শিরোপা জিতেছেন তিনি। ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে ইউএস ওপেনের শিরোপা জয় করেন নাদাল।

তৃতীয় বাছাই হলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। পাঁচবার ইউএস ওপেনের শিরোপা জয়ের স্বাদ নিয়েছেন ফেদেরার। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা শিরোপা জয় করেছিলেন তিনি।