মঙ্গলবার , ১০ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শীতলক্ষ্যায় নিখোঁজ ৫ পোশাক শ্রমিকের মধ্যে চার লাশ উদ্ধার

Paris
জুলাই ১০, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ ৫ যাত্রীর মধ্যে চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মঙ্গলবার সকালে বন্দর স্কুলঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে তিনজনের এবং সোমবার রাতে একই স্থান থেকে আনোয়ার হোসের ফালান (১৯) নামে আরেক যাত্রীর লাশ উদ্ধার করেন ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছেন সুজন ওরফে ওসমান গণি (৪০) নামে এক শ্রমিক।

মঙ্গলবার সকালে উদ্ধার হয়- বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকার দীন ইসলাম (৩৫), একই এলাকার ইমন (২২) ও জনির (২২) লাশ। উদ্ধার করা চার লাশই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আরিফুর রহমান জানান, রোববার বন্দর সেন্ট্রাল খেয়াঘাট থেকে একটি যাত্রীবাহী ট্রলার প্রায় ১৫০ যাত্রী নিয়ে মদনগঞ্জঘাটে যাওয়ার সময় থামিয়ে রাখা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারের ছাদে থাকা ৫ যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হন।

সর্বশেষ - জাতীয়