শিশু হত্যায় মাসহ ৪ জনের ফাঁসি

সিল্কসিটিনিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকার চাঞ্চল্যকর শিশু হাসমি মিয়া (৯) হত্যা মামলার রায়ে মাসহ চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত হাসমির মা সোনিয়া আক্তার, তার প্রেমিক মো. নুরুন্নবী, মো. রসুল ও মো. হাফিজুর রহমান। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি রাব্বি সরদারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২১ আগস্ট এ মামলার রায়ের দিন ধার্য থাকলেও তা পেছানো হয়।

আদালতের সূত্র জানায়, ২০১৬ সালের ৬ জুন রাতে মায়ের সঙ্গে অন্যকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখে ফেলায় হাসমিকে খুন করে আসামিরা। মা সোনিয়া বেগমের সামনেই শিশুটিকে নৃশংসভাবে খুন করে তিন ঘাতক। এরপর ৯ জুন সকালে আড়ংঘাটা বাইপাস সড়কসংলগ্ন সরদারডাঙ্গা বিলের মধ্যে থেকে বস্তাবন্দী অবস্থায় হাসমির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেদিনই হাসমির বাবা মো. হাফিজুর রহমান বাদী হয়ে মো. নুরুন্নবী, হাফিজুর রহমান, মো. রসুলের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অপহরণের পর হত্যা ও লাশ গুমের মামলা দায়ের করেন (নং-০২)।

 

 

সূত্র: রাইজিংবিডি