শিশু চলচ্চিত্র উৎসবে দুই শতাধিক ছবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুরু হচ্ছে ‘১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। আজ (২৪ জানুয়ারি) থেকে ৩০ জানুয়ারি এই উৎসব একই সঙ্গে রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, জয়পুরহাট, টাঙ্গাইল এবং পরবর্তী সময় ৩ ও ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

 

এবারের স্লোগান- ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন। আয়োজক চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
এ আয়োজনে ৫৪টি দেশের ২ শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 
ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪টায়।

উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় ৪টি করে প্রদর্শনী হবে।
পাবলিক লাইব্রেরি ছাড়াও জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আঁলিয়স ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী চলবে।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

সূত্র: বাংলা ট্রিবিউন