শিশুদের শ্রেণি কক্ষে ঢুকে পাঠ দান করালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

আমানুল হক আমান, বাঘা:
শিশুদের ক্লাস নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। ক্লাসে শিশুদের উদ্দ্যেশে বলেন, কিভাবে বঙ্গবন্ধুর খোকা নাম হয়েছিল, কোথায় জন্ম গ্রহন করেন, শিশুদের মাঝে কেন আদর্শ ব্যাক্তি হলেন, কেন স্বাধীনতার ডাক দিলেন, কেন জেলে গেলেন, কি কারনে এবং কত সালে ঐতিহাসিক ভাষন দিলেন।

এছাড়া শিশুদের বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস পড়ার আহবান জানিয়ে উল্লেক্ষিত বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাবের উদ্বোধন শেষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন।

আয়োজিত আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ওসি আলী মাহমুদ, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্রতিষ্টান পরিচালনা কমিটির সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহসভাপতি সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক বিরাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী সরকার, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আবদুল হাকিম টুটুল, অধ্যক্ষ আশরাফ আলী, অধ্যক্ষ শাহাবাজ আলী, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খাতুন প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের চারতলা বিশিষ্ঠ ভবন নির্মানের প্রতিশ্রুতি দেন।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথকভাবে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও উপজেলা মৎস্য মেলার উদ্বোধন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছিন্নমূল পরিবারের মাঝে সেলাই মেশিন ও টিউবয়েল বিতরণ করেন। এছাড়া বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ করেন।

সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উল্লেখিত অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, সৈনিকলীগ, মহিলালীগ, যুব মহিলালীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষররা অংশ গ্রহণ করেন।

 

স/আ