শিল্পকলায় ‘রীনা ব্রাউন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধ, প্রেম আর দেশত্যাগের গল্প নিয়ে ছবি ‘রীনা ব্রাউন’। ছবিটি এবার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় এর বিশেষ প্রদর্শনী হবে।

বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

 

এদিকে ছবিটির পরিচালক শামীম আখতার জানান, আগামীকাল সিলেটে ও ১৭ মার্চ কুমিল্লায় আরও দুটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
পরিচালক বলেন, ‘আমরা বেশি হলে ছবিটি মুক্তি দিতে পারিনি। তাই অন্যরা কেউ আয়োজন করতে চাইলে, আমরা এর প্রদর্শনীর সম্মতি দিচ্ছি। চাইছি য্নে যতটুকু সম্ভব সাধারণ মানুষেরা ছবিটি দেখতে পারেন। তাই সিলেট ও কুমিল্লায় এর প্রদর্শনী হবে। তবে ১৭ মার্চের কুমিল্লার প্রদর্শনীর তারিখটি পরিবর্তন হতে পারে।’
‘রীনা ব্রাউন’ ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৩ জানুয়ারি। এতে পশ্চিমবঙ্গের বরুণ চন্দ ও  প্রমা পাবণী মুখ্য চরিত্রে আছেন। এছাড়াও ছবিটিতে দেখা যাবে সাবেরি আলম, আতাউর রহমান, শম্পা রেজা, মানস চৌধুরী, তানভীর হোসেন প্রবাল ও মাহফুজ রিজভীর অভিনয়।

 

সূত্র: বাংলা ট্রিবিউন