শিরোপা ধরে রাখতে না পারলেও খুশি তারা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপা লিগে সেভিয়ার আধিপত্য অবশেষে শেষ হলো। তারপরও হতাশা নয়, উৎসব ছড়িয়ে পড়েছে স্প্যানিশ ক্লাবটিতে।

উনাই এমেরির অধীনে মহাদেশের দ্বিতীয় শীর্ষ মর্যাদার টুর্নামেন্ট ইউরোপা লিগ ক্লাবটির ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছিল। টানা তিন মৌসুম তারা জিতেছে এই শিরোপা। কিন্তু ২০১৬-১৭ মৌসুমে আর তার পুনরাবৃত্তি হবে না। কোচ বদলে গেছে, তাদের পাওয়া হয়েছে আরও বড়। কোচ হোর্হে সাম্পাওলির অধীনে এবার আরও বড় মিশনের প্রস্তুতি নিতে যাচ্ছে সেভিয়া। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে তারা।

অবশ্য ছিটকে যাওয়ার শঙ্কা নিয়ে বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ গ্রুপ ম্যাচে খেলতে নেমেছিল সেভিয়া। লিঁওর কাছে ম্যাচটা হারলেই ইউরোপের শীর্ষ মঞ্চ থেকে আরেকবার গ্রুপ পর্বেই বিদায় নিতে হতো তাদের এবং গ্রুপের তৃতীয় দল হয়ে আবার ইউরোপা লিগে খেলতে হতো। কিন্তু একটি পয়েন্টই যেখানে যথেষ্ট সেখানে ঝুঁকি নেয়নি স্প্যানিশরা। গোলশূন্য ড্র করে দরকারি এক পয়েন্ট পেয়ে জুভেন্টাসের সঙ্গে ’এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেভিয়া।

২০০৯-১০ মৌসুমের পর এবার প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল স্প্যানিশ ক্লাবটি, ওই মৌসুমে অল্প ব্যবধানে সিএসকেএ মস্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

এই মৌসুমে কি তারা পারবে আরও দূরে যেতে? পারবে কি আরেকটি রুপকথা তৈরি করতে? সূত্র- গোলডটকম

সূত্র : বাংলাট্রিবিউন