মঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী যুবারা

Paris
ডিসেম্বর ২১, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ণ

যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অথচ টুর্নামেন্ট শুরুর আগে ছন্দ হারিয়ে বসে দল। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৩-২-এ সিরিজ জিতলেও হারতে হয় শেষ দুই ম্যাচ। শ্রীলঙ্কায় ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এরপরই দলে যোগ দেন গত বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটার রকিবুল হাসান ও তানজিম হাসান। অভিজ্ঞ দুজনকে নিয়ে ভারত সফরে বাংলাদেশ জেতে ত্রিদেশীয় সিরিজ।

রকিবুলের নেতৃত্বে আজ যুব এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। সেই টুর্নামেন্ট শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপ খেলতে। রকিবুল, তানজিমের পাশাপাশি গত বিশ্বকাপ খেলা আরো দুজন প্রান্তিক নাবিল নওরোজ ও মেহরব হোসেন আছেন দলে। অভিজ্ঞরা থাকায় আত্মবিশ্বাসী রকিবুল। গতকাল মিরপুর ক্রিকেট একাডেমিতে অফিশিয়াল ফটোসেশনের পর বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে জানালেন, ‘এই দলটা নিয়েই আমরা আত্মবিশ্বাসী। কিভাবে ভালো পারফরম করা যায় সেদিকে নজর দিচ্ছি। ভারতে সিরিজ জেতায় সবাই ভালো কিছুর লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট দুটি খেলব আমরা।’

আত্মবিশ্বাসী দলের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কাউসারও। গত বিশ্বকাপ খেলা চারজন থাকায় এবারও শেষ পর্যন্ত যাওয়ার লক্ষ্য তাঁর, ‘টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে ওদের খেলার, তাই আমরা সুযোগটা নিয়েছি। আইনগতভাবে তারা খেলার জন্য উপযোগী। তাদের যে অভিজ্ঞতা, এটা দলের মধ্যে যদি দেওয়া যায়, আপনারা দেখেছেন ভারতে তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। দলে শুধু ঘাটতি ছিল অভিজ্ঞতা। আমরা মনে করছি, রকিবুল ও তানজিমকে যে দলে আনা হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত বিশ্বকাপে বাংলাদেশের কোনো লেগস্পিনার ছিল না। নেই এবারও। সেটাকে বড় ঘাটতি মানছেন না অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজ, ‘একজন রিস্ট স্পিনার গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভাবতে হবে সেই মানের রিস্ট স্পিনার আছে কি না। দুই বছর ধরে এমন কাউকে খুঁজেছি, কিন্তু তেমন কাউকে পাইনি। তার পরও দুই বাঁহাতি স্পিনার আর কয়েকজন অফস্পিনার নিয়ে আমাদের বোলিংটা ভালো। কয়েকজন ব্যাটার অফস্পিন করতে পারায় বিকল্পও আছে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা