শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী ছোটন গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে গ্রেপ্তার হওয়া দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী টিটন কুমার চৌধুরী প্রকাশ ছোটনকে (৩৭) গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

আজ শনিবার সকালে ছোটনকে নগরীর বায়েজিদ থানার কয়লার ঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ছোটন অমুসলিম হলেও মূলত সে শিবির ক্যাডার সাজ্জাদের খুবই আস্থাভাজন ছিল। সাজ্জাদের গ্রুপে থেকে তার প্রধান দুই সহযোগী সরওয়ার ও ম্যাক্সনের সঙ্গে মিলে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করত ছোটন।

২০১২ সালের নভেম্বরে সাজ্জাদকে ইন্টারপোলের ওয়ারেন্টের ভিত্তিতে ভারতে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে সাজ্জাদ দুবাইয়ে পালিয়ে গিয়েছিল। ভারতে বেড়াতে এসে সাজ্জাদ গ্রেপ্তার হয়েছিল।

তার দুই প্রধান সহযোগী সরওয়ার ও ম্যাক্সনের গত ৩১ আগস্ট একটি অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ড হয়েছে। সাজ্জাদের সহযোগী ছোটনের বাড়ি রাউজান উপজেলায়।

তার বাবার নাম মৃত দিলীপ কুমার চৌধুরী। নগরীর বায়েজিদ বোস্তামি, বাকলিয়া এবং চকবাজার থানায় ছোটনের বিরুদ্ধ হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজির অভিযোগে ৯টি মামলা আছে বলে জানিয়েছেন ওসি মহসিন।

সূত্র: কালের কণ্ঠ