শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে জোহরুল ইসলাম।

জানা গেছে, জোহরুলসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য মধ্যরাতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম নিহত হন। পরে তার সহযোগিরা জোহরুলের লাশ উদ্ধর করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পরিবারের লোকজন গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশ দাফন করে বলে জানায় এলাকাবাসী।

মাসুদপুর বিওপির বিজিবি কমান্ডার আবদুল জাব্বার জানান, সীমান্তে একজন নিহত হয়েছে- এমন কোনো তথ্য আমার কাছে নেই।

মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সমির উদ্দিন জানান, শুনেছি, তবে সত্য-মিথ্যা জানা নেই। ৫৩ বিজিরি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানান।

 

স/শা