শিবগঞ্জে ৯৩ লাখ টাকা ব্যায়ে রাস্তা নির্মান কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বেকিবাগান সুজার বাড়ি হইতে মোহনবাগ উইল মেম্বারের বাড়ি ভায়া বাবলু হাজির বাড়ি পর্যন্ত প্রায় পৌণে দুই কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির বাস্তবায়নে ৯৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

এ উপলক্ষে রোববার বিকেলে কানসাট ইউনিয়নের দেবিনগর পাইকড়তলা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কানসাট ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।

আলোচনা সভায়, শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান এমপি গোলাম রাব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তি, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব গোলাব হোসেন বাবুল, জাসদ নেতা আরিফুল ইসলাম উইল, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি সদস্য মমরেজ আলি, সফিকুল ইসলাম ছবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানসাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
স/শ