শিবগঞ্জে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতের লক্ষ্যে অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে রোববার দিনব্যাপী কর্মশালাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আবদুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ বিএমএ সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতার হোসেনসহ অন্যরা।

এছাড়া কর্মশালায় শিবগঞ্জ পৌর মেয়রসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্য কর্মী ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রায় ৩০০ জন অংশ নেয়। এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি আরো সক্রিয় হলে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো যাবে। নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। এছাড়া বর্তমান সরকার চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে সরকারের অভিষ্ট লক্ষ্য অর্জিত হবে।

এরআগে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মী ও চেয়ারম্যানগণ উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন। আগামী ১ সপ্তাহের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদায়ন করা হবে। এছাড়াও আগামী ১ মাসের মধ্যে ১০ জন নতুন ভিজিটরকে শূন্য স্থানে পদায়ন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনা দফতরের কনসালটেন্ট ডা. সাদেকুল বারী।

স/শা